নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী শাহিন মিয়া (১৯)। সে জগন্নাথপুর উপজেলার গন্ধবপুর (গোতকান্দি) গ্রামের মোঃ হান্নান মিয়ার পুত্র।
জগন্নাথপুর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা নং-০৯ ও নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং ০৩) এর ৯ (১) তৎসহ ৩২৩ ধারায় অভিযুক্ত।
অভিযুক্ত আসামী পলাতক ছিল। রোববার গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, গ্রেফতারকৃত যুবক ধর্ষণ মামলার আসামী। রোববার তাকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।