ফোরকান উদ্দিন রোমান, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে বাচ্চা চুরির সাথে জড়িত এক মহিলাকে আটক করেছে জনতা। পরে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দিলে বাচ্চাসহ মহিলাকে পুলিশ হেফাজতে নিয়ে যায়।
জানা যায়, গত মঙ্গলবার (২৯ অক্টোবর ) মাধবপুর উপজেলা ২নং চৌমহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে আকলিমা বেগম এর বাড়ীতে গ্রামের কিছু লোক তার কাছে একটি বাচ্চা দেখতে পান। স্থানীয়রা বাচ্চাটি সম্পর্কে জানতে চাইলে, আকলিমা সঠিক উত্তর দিতে না পারায় সন্দেহের দানা বাঁধে। এক পর্যায়ে স্থানীয়দের চাপে আকলিমা বলতে বাধ্য হয় বাচ্চাটিকে সে চুরি করে করেছে।
পরে বুধবার ( ৩০ অক্টোবর ) কাশিমনগর পুলিশ ফাঁড়ির লোকজন বাচ্চা এবং মহিলাটিকে পুলিশ হেফাজতে নিয়ে যায়।
মাধবপুর থানা সূত্রে জানা যায়, সিলেটে হযরত শাহপরান (রহঃ) এর মাজার শরীফ থেকে বাচ্চাটি চুরি করে নিয়ে আসে আকলিমা বেগম। বাচ্চা টির মা একজন ভিক্ষুক। এ বিষয়ে শাহপরান থানায় একটি মামলা হয়েছে।