নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন শাখার সহ সভাপতি শহিদুল ইসলাম (৩৭) কে গ্রেফতার করা হয়েছে।
রোববার বিকেলে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে জগন্নাথপুর শহরস্থ জগন্নাথপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতাকৃত শহিদুল উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের নজরুল ইসলামের পুত্র।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ সত্যতা সত্যতা স্বীকার করে বলেন, এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ এই সংগঠনের সদস্যদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। নাশকতা এড়াতে জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।
আনিনুল হক স
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত