নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুমন মিয়া (২৯) জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের মৃত মতিন মিয়ার পুত্র।
জগন্নাথপুর থানা সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যা ৭ টার দিকে থানার এসআই মোঃ রফিজুল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ নিজ বাড়িতে অভিযান চালিয়ে মাদক মামলার আসামী সুমন মিয়াকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৩০ হাজার টাকা মূল্যের ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে জগন্নাথপুর থানার মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১০(ক)/৪১ এর ধারায় মামলা রয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, গ্রেফতারকৃত আসামীকে সোমবার সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত