নিজস্ব প্রতিবেদকঃ
জরায়ূ ক্যান্সার প্রতিরোধ টিকা দেয়ার পর অসুস্থ হওয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা সদরে অবস্থিত আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের ছাত্রী দীনা এখন সম্পুন্ন সুস্থ ।
মঙ্গলবার ওসমানী হাসপাতালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সিলেট বিভাগীয় কো- অর্ডিনেটর ড. খালেদ দীনা কে দেখতে যান।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আরা আশা মুঠোফোনে জগন্নাথপুর ভিউ-কে জানান , দীনার সাইকোজেনিক হাই পারভেন্টিলেশন সিন্ড্রোম হয়েছিল। সেটা শ্বাস কষ্টের মতো হয়, ভয় পেলে বা টেনশন হলেই বেড়ে যায়। টিকা দেয়ায় তার কোন সমস্যা হয়নি বলেও চিকিৎসক জানান।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত