নিজস্ব প্রতিবেদকঃ
শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদ এর উদ্যোগে শিক্ষার ২৪ নং বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাসিক সর্বোচ্চ উপস্থিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বহস্পতিবার (৭ নভেম্বর) সংগঠনের অন্যতম উপদেষ্টা আলিম উদ্দিনের সভাপতিত্বে ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক তাহসান আহমদ ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রাক প্রাথমিক শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত তিনটি গ্রুপে বিভক্ত করে সাধারণ জ্ঞান, সুন্দর হাতের লেখা ও দেশাত্মবোধক গান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রত্যেক ইভেন্টে তিনজন করে বিজয়ী ও মাসিক ক্লাসে সর্বোচ্চ উপস্থিত হওয়া শিক্ষার্থীদের মোট ৩৭ জন শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়।
বক্তব্য রাখেন, সংগঠনের অন্যতম উপদেষ্টা আলিম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ( ভারপ্রাপ্ত) মোছা: জিরিনা বেগম, ম্যানেজিং কমিটির সদস্য আরজু মিয়া।
উপস্থিত ছিলেন- ম্যানেজিং কমিটির সহ সভাপতি হাবিবুর রহমান হবিবুল, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মমতাজ বেগম, সহকারী শিক্ষক রাহুল কান্তি পাল, খন্ডকালীন শিক্ষিকা রিমা বেগম, কার্যকরী সদস্য রাজু মিয়া ও রায়হান আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ম্যানেজিং কমিটির সদস্যরা সংগঠনের ভূয়সী প্রশংসা করেন।