নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এফ আই ভি ডি বির টিএলটিএন প্রকল্প উদ্যোগে মাঠ কর্মীদের জনস্বাস্থ্য পুষ্টি বিষয়ে চারদিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৯ টায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ রুমে হেলেন কেলার ইন্টারন্যাশনাল এর সহযোগীতায় প্রধান অতিথি থেকে মাঠ কর্মীদের চারদিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আরা আশা।
এফ আই ভি ডি বি’রর প্রজেক্ট অফিসার তুহিন আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা তানজিম হোসেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর নীহার সিনহা।
বক্তব্য রাখেন- ফাইন্যান্স অফিসার সাইফুল ইসলাম।
প্রশিক্ষণে বক্তারা বলেন, সরকারি কাজে সহযোগিতা করতে এবং বেসরকারিভাবে এফ আই ভি ডি বি’র মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠীর পরিবারের পাঁচ বছরের নিচে যে সব শিশু পুষ্টিহীনতায় ভুগছে; তাদের খুঁজে বের করে ও মায়েদের পুষ্টির চাহিদা পূরণ করতে এফ আই ভি ডি বি কাজ করে যাবে।পুষ্টিকর খাবার খেতে সবাইকে উৎসাহিত করা হবে।
চারদিন ব্যাপী মৌলিক প্রশিক্ষক হিসেবে আছেন প্রশিক্ষণের ট্রেইনার বিধান জন কস্তা, তুহিন আলম।