নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের বিশিষ্ট আলেম শায়েখ শফিকুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও গজল সন্ধ্যা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাওলানা শায়েখ শফিকুর রহমানের সভাপতিত্বে ও শায়খ শফিকুর রহমান ফাউন্ডেশনের পরিচালক, মুফতি তোফায়েল আহমদ কামরান, সহকারী পরিচালক মাওলানা রেজাউল করীম ও কোষাধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলামের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন- পরীক্ষা নিয়ন্ত্রণক হাফিজ ইউসুফ আহমেদ।
অনুষ্ঠিত পুরস্কার বিতরণ প্রধান অতিথির বক্তব্য রাখেন- সৈয়দপুর দারুল হাদিস মাদরাসার শিক্ষা সচিব মাওলানা সৈয়দ মাসরুর আহমদ ক্বাসেমী।
বিশেষ অতিথির বক্তব্য- জালালপুর ক্বাসিমুল উলুম মাদরাসার মুহতামীম মাওলানা বাহা উদ্দিন, মাওলানা ফজল আহমদ, মুফতি হামিদুল হক রাহমানি, মো, নুরুজ্জামান মিয়া, মুফতি মতিউর রহমান শাসননবী, মাওলানা জাকির হোসেন জামালী, মাওলানা সাজ্জাদুর রহমান, মুফতি নিজাম উদ্দিন সালেহী, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।
এদিকে, জগন্নাথপুর উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের নূরানী বিভাগের ৭২ জন ছাত্রছাত্রী অনুষ্ঠিত মেধাবৃত্তি পরিক্ষায় অংশগ্রহন করেন। এরমধ্যে জামেয়া হোসাইনিয়া দারুল হাদিস সৈয়দপুর মাদরাসার শিক্ষার্থী শাহীন আলম প্রথম, সৈয়দপুর শাহ ওয়ালী উল্লাহ নূরানী একাডেমির শিক্ষার্থী সৈয়দ তাকবির আহমদ তামজিদ দ্বিতীয়, সৈয়দপুর শাহ ওয়ালী উল্লাহ নূরানী একাডেমির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ তৃতীয়, মদীনাতুল উলুম হবিবপুর হাফিজিয়া মাদরাসা'র শিক্ষার্থী তাফসি হাসান চতুর্থ ও জামেয়া হোসাইনিয়া দারুল হাদিস সৈয়দপুর মাদরাসার শিক্ষার্থী সাইম আহমদ পঞ্চম স্থান অর্জন করেন। মেধাবৃত্তি পরীক্ষায় উর্ত্তীর্ণ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে শায়খ শফিকুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
প্রথম পুরস্কার নগদ ১০ হাজার টাকা ও সনদ, দ্বিতীয় পুরস্কার ৫ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ৩ হাজার টাকা এবং প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রত্যেক শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রধান করা হয়।
পুরস্কার বিতরণ শেষে খ্যাতিমান ইসলামি নাশিদ শিল্পীরা গজল সন্ধ্যায় ইসলামী সঙ্গীত পরিবেশন করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত