1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে পরিকল্পিত হামলার ঘটনায় প্রধান আসামী গ্রেফতার জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর ইউনিয়ন পেশাজীবী শাখার কমিটি গঠন জগন্নাথপুরে ডেভিল হান্টের অভিযানে জেলা ছাত্রলীগের সহ সভাপতি গ্রেফতার জগন্নাথপুরে প্রবাসীর বাড়ী দখলের অভিযোগে দুইজন জেল হাজতে জগন্নাথপুরে কৃষকের ধান লুটপাট জগন্নাথপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মোবাইল কিনে দেবার কথা বলে স্টাম্পে স্বাক্ষর আদায়, আদালতে মামলা নবীগঞ্জে পঞ্চায়েতি পুকুরের মাটি উত্তোলন নিয়ে সংঘর্ষ, একই পরিবারে আহত ৪ বিমানবন্দরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি এম এ ছাত্তার জগন্নাথপুরে ব্যবসায়ীর অর্থ আত্মসাৎঃ সাবেক মন্ত্রী মান্নানের ভাগ্নের বিরুদ্ধে থানায় অভিযোগ জগন্নাথপুর উপজেলা যুবদল সহ সভাপতি হাফিজুরের শাহাদাৎ বার্ষিকী পালন

মাধবপুরে শিক্ষক সমিতির নামে বরাদ্দকৃত দোকান ভাড়া নিয়ে ধোঁয়াশা

  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

ফোরকান উদ্দিন রোমান, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুরে প্রাথমিক শিক্ষক সমিতির নামে ইজারা নেওয়া ৫ টি দোকান কোটায় কয়েক বছর ধরে ভাড়া উত্তোলন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এটি শিক্ষক সমিতির নেতৃত্বের ব্যর্থতা নাকি আইনি জটিলতা, এ নিয়ে এলাকায় চলছে আলোচনা ও সমালোচনা।

জানা যায়, মাধবপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়ের একমাত্র উৎস সমিতিটির নামে বরাদ্দ হওয়া ৮ শতক জায়গায় ১১ টি সার্টারের ৫ টি দোকানে ৩ বছর যাবৎ ভাড়া উত্তোলন হচ্ছে না। দোকানসমূহের মাসিক ভাড়া প্রায় ৩-৫ হাজার পর্যন্ত। সে হিসেবে বিপুল পরিমাণ ভাড়ার বকেয়া। দোকানগুলোর স্থাপনা সমিতির অর্থায়নে নির্মিত হয়।

দোকানগুলোর অবস্থান মাধবপুর পৌর বাজারের সোনালী ব্যাংকের পূর্ব পাশে ধান বাজারের কাছে।প্রত্যেকটি দোকানের বিপরীতে বিপুল পরিমাণ সিকিউরিটি বাবদ অর্থ জমা থাকারও কথা রয়েছে।ইজারার মেয়াদ শেষ হওয়ায় এটি ঝুলন্ত অবস্থায় রয়েছে। নবায়ন পুন:বহালের জন্যে শিক্ষক সমিতির পক্ষ থেকেও আবেদন করা হয়েছে।

সংশ্লিষ্টদের অভিযোগ, ভাড়া উত্তোলনে সমিতির পক্ষ থেকে কোন কার্যকরী উদ্যোগ নেয়া হচ্ছে না।

দোকানগুলো সমিতির নামে ইজারা ছিল। এখনো সমিতির নামেই নবায়ন হওয়ার কথা। কারণ সমিতি সব সময় অগ্রাধিকার। এছাড়া ঘরোয়া নিলাম করাও বেআইনি। নিলাম প্রকাশ্যে দিতে হয়। ৩/৪ বছর ধরে ভাড়াটিয়ারা ভাড়া দিচ্ছেন না। বিশেষ মহল কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই নিদিষ্ট লোকদের নিজেদের নামে ইজারা নবায়ন করে ফেলেও সেটিও অনিয়ম বহির্ভূত সেটিও নিয়ম বহির্ভূত হবে। সেক্ষেত্রে হাইকোর্টের রিট করাও যেতে পারে। ভারা উত্তোলন করতে না পারা সমিতির নেতৃত্বের ব্যর্থতা।এ বিষয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেয়া প্রয়োজন ছিল।

শিক্ষকদের দাবী, শিক্ষক সমিতির আয়ের অন্যতম উৎস দোকানসমূহের ভাড়া উত্তলেত না হওয়ায় সমিতির কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। সংগঠনের কর্মকান্ডের অংশ হিসেবে অসুস্থ শিক্ষকদের সহযোগিতা কিংবা বিদায় সংবর্ধনার খরচ ও বহন করা সম্ভব হচ্ছে না।

এ ব্যাপারে কয়েকজন ভাড়াটিয়ার সাথে যোগাযোগ করা হলে অধিকাংশই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

মাধবপুর উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামাল উদ্দিন জানান, সাবেক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমানের বিদায় অনুষ্ঠানের বক্তৃতায়ও এ বিষয়ে আমি প্রতিবাদ জানিয়েছিলাম। সমিতির সম্ভাব্য ৬ থেকে ৭ লাখ টাকা দোকানের ভাড়া বাবদ বকেয়া পাওনা আছে।
কেউ গোপনে সেখান থেকে সুবিধা নিচ্ছে কি না সে বিষয়েও তদন্তের দাবি করছি।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতি মাধবপুর উপজেলা শাখার সেক্রেটারি মোঃ সোলায়মান জানান, ৯৯ বছরের জন্য ইজারা শিক্ষক সমিতির নামে বহাল রয়েছে। কিন্তু একটি গ্রুপ এখানে ফায়দা নেওয়ার চেষ্টা করছে।
তবে অতীতেও সমিতির ৫৪ লাখ টাকার দুর্নীতি বিরুদ্ধে আমি অভিযোগ দিয়েছিলাম। কোন কর্মকর্তাই এটির সমাধান করে যান নি। এখনও সমস্যা চলমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট