নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে দিনব্যাপী কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গোলমরিচ, ক্রিপার, ননক্রিপার ও সবজি উৎপাদন প্রযুক্তি সম্পর্কে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১০ টা থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জগন্নাথপুরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরের ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেপি এসিসটেপ প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় প্রশিক্ষণে মোট ৬০ জন নারী- পুরুষ অংশ নেন।
প্রশিক্ষণ প্রদান করেন- জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাউসার আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, উপ সহকারী কৃষি কর্মকর্তা সুজন সরকার।