নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদ নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংর্ঘষে ১ জন নিহতের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না- তাজপুর গ্রামের মৃত আব্দুল বশরের ছেলে জামিল মিয়া (২২), গ্রামের আবুল হোসেনের ছেলে রিপন মিয়া (৪০), মৃত আব্দুল মনাফের ছেলে আনসার মিয়া (৭০) ও আব্দুল আহাদের ছেলে শাহ আলম (১৯)।
বুধবার (১৩ নভেম্বর) তাদেরকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, মঙ্গলবার মসজিদ নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও নিহতের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করলে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়। হত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এছাড়া নিহত পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, জগন্নাথপুরের পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামের মসজিদের দ্বিতীয় তলা নির্মাণ নিয়ে ওই গ্রামের দু' পক্ষের মধ্যে বিরোধ চলছিল। একটি পক্ষ ফেসবুকে পোস্ট করার জেরে মঙ্গলবার বিকেলে ৩ টার দিকে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। সংর্ঘষ চলাকালে ঘটনাস্থলে বৃদ্ধ সুজাত মিয়া নিহত হন। আহত হন উভয় পক্ষের ৪০ জন।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত