জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর পুনঃ নির্বাচিত হয়েছেন বর্তমান আমীর মাওলানা লুৎফুর রহমান।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) উপজেলা জামায়াতের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
এসময় গোপন ব্যালটের মাধ্যমে মাওলানা লুৎফুর রহমানকে আগামী ২ বছর (২০২৫-২৬ ) সনের জন্য উপজেলা জামায়াতের আমীর হিসেবে নির্বাচিত করা হয়।
নির্বাচন কমিশনারের দায়িত্ব ছিলেন- সুনামগঞ্জ জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল কবির।
এর আগে উপজেলা আমীর মাওলানা লুৎফর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আফজাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত উপজেলা আমীর নির্বাচিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা কর্মপরিষদের সদস্য মাষ্টার আবু তাহিদ, লুৎফর রহমান, শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সভাপতি ব্যাংকার দিলোয়ার হোসেন, আইজিডব্লিউ এফের উপজেলা সভাপতি ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, এইচ আরডি উপজেলা সভাপতি আবুল হোসাইন মো: ওয়ালী উল্লাহ, বায়তুলমাল সম্পাদক হোসাইন আহমদ, পৌর সভাপতি আব্দুল কাইয়ুম, আতুকুর রহমান, মাষ্টার বিল্লাল হোসেন, এনামুল হক, বেলায়েত হোসেন গোলজার,ব্যাংকার ওয়াহিদুল ইসলাম প্রমূখ।- প্রেস বিজ্ঞপ্তি