নিজস্ব প্রতিবেদকঃ
বৃটেনে অবস্থানরত বাংলাদেশী বাগান বিলাসীদের সংগঠন অমরাবতি'র আয়োজন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলাধীন ১নং কলকলিয়া ইউপি’র শাহ্পরাণ মডেল হাই স্কুলে অমরাবতির বৃক্ষরোপণ অভিযান-২০২১ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০ টায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং কিছু সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষ রোপণ অভিযান অনুষ্ঠিত হয়।
এ লক্ষ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি, জগন্নাথপুর সরকারী কলেজের প্রভাষক নিয়াজ উদ্দিন ভূঁইয়া।
বিশেষ অতিথির ছিলেন- বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, শাহজালাল কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম, শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নোমান আহমেদ সাদি, শিক্ষক মিন্টু চন্দ দেব।
বক্তারা বলেন,পরিবেশের অকৃত্রিম বন্ধু গাছ। আমাদের নিজ নিজ বাড়ির আঙিনা, রাস্তার দু’পাশ, বাড়ির পাশে পড়ে থাকা অনাবাদী জায়গায় বেশি করে ফলজ, বনজ, ঔষধি গাছের চারা লাগানো উচিত।
তারা আরো বলেন, গাছ কার্বণ-ডাই-অক্সাইড শোষণ করে আর মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় উপাদান অক্সিজেন দান করে। গাছ রোপণ করলে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে পরিবেশ রক্ষা পাবে।
পরিশেষে অমরাবতীর প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সেবুল চৌধুরীসহ সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বৃক্ষরোপণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।
উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্যনাসির উদ্দিন, নাদামপুর গ্রামের প্রবীণ মুরব্বী আঃ রউফ, সমাজ সেবক সেলিম মিয়া, শ্রমিক নেতা আজিজ মিয়া প্রমুখ।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত