নিজস্ব প্রতিবেদকঃ
দীর্ঘ ২৬ ঘণ্টা পর সুনামগঞ্জের জগন্নাথপুরে ক্ষতিগ্রস্থ বেইলি সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের কর্মীদের শনিবার দিনভর চেষ্টায় খুলে দেওয়া হয়েছে সেতুটি।
শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৫ টার দিকে সংস্কার কাজ শেষ হলে সেতুটি খুলে দেওয়া হয় বলে সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী সালাহ উদ্দিন সোহাগ নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার বিকেল ৩ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা অতিরিক্ত সিমেন্টবাহী একটি ট্রাক আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর অংশের ইছগাঁও নামক স্থানে কাঁটাগাঙের ওপর বেইলি সেতু দিয়ে পারাপার হতে চাইলে ক্ষতিগ্রস্থ হয়। এসময় সেতুর তিনটি পাটাতন খুলে পানিতে পড়ে যায় ও ক্ষতিগ্রস্থ স্থানে ট্রাকের চাকা আটকে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সেতুতে বিকেল থেকে রাতভর ট্রাক আটকে থাকায় সংস্কার করা সম্ভব হয়নি।ফলে দীর্ঘ ২৬ ঘন্টা সুনামগঞ্জ- জগন্নাথপুর- আউশকান্দি- ঢাকা আঞ্চলিক মহাসড়কে সবধরণের যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে আর দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা।
সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সালাহ উদ্দিন সোহাগ বলেন, ‘ব্রিজটির ওপর দিয়ে ১০ টনের অধিক মালামাল নিতে নিষেধাজ্ঞা রয়েছে। এমন কি আমাদের সতর্কতামূলক সাইনবোর্ড রয়েছে। কিন্তু এরপরও সেখান দিয়ে ভারী যানবাহন চলাচল করছে। ফলে ব্রিজটি বারবার ক্ষতিগ্রস্থ হচ্ছে।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত