জগন্নাথপুরে ব্র্যাক প্রত্যাশা প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণের কর্মশালাসুনামগঞ্জের জগন্নাথপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মশালা কর্মশালার উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার রিয়াদ বিন ইব্রাহিম ।
উক্ত কর্মশালায় জগন্নাথপুর উপজেলায় কর্মরত সরকারি বিভিন্ন দফতরের পদস্থ কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইমাম, সমাজকর্মী, বিদেশ-ফেরত/প্রতারিত অভিবাসী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় স্বাগত বক্তব্য এবং সঞ্চালনা করেন- লো ব্র্যাক জেলা সমন্বয়কারী এ.কে. আজাদ। কর্মশালার উদ্দেশ্য ব্যাখ্যা, মূল প্রবন্ধ উপস্থাপনা এবং উন্মুক্ত আলোচনা করেন, এমআরএসসি কো-অর্ডিনেটর মো.নজরুল ইসলাম। এসময় চার জন বিদেশ ফেরত অভিবাসী তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। কর্মশালায় অভিবাসনের বর্তমান চিত্র এবং অভিবাসনের বাঁধাসমূহ উত্তরণে নিরাপদ অভিবাসন ও ফেরত আসা অভিবাসীদের পুনরেকত্রীকরণে করণীয় এবং নিরাপদ অভিবাসনের ইতিবাচক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। – প্রেস বিজ্ঞপ্তি