নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
নিহত তরুনী সাদিয়া আক্তার (১৭) জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর (ডরেরপাড়) এলাকার মোঃ গোলাপ মিয়ার কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদিয়া এসএসসি'র নির্বাচনী পরীক্ষায় খারাপ ফলাফল করার কারণে চরম হতাশায় পড়ে আত্মহত্যার ঘটনা ঘটায়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত সাদিয়া বৃহস্পতিবার দুপুরে তার রুমে যায়। এক পর্যায়ে সকলের অজান্তে গলায় ওড়না পেঁছিয়ে ফাঁস দেয়। স্বজনরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে জগন্নাথপুর হাসপাতালে নিলে এক পর্যায়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, একটি মেয়ের ফাঁস দেওয়ার খবর শুনে ঘটনাস্থলে আমরা উপস্থিত হই। হাসপাতালে এক পর্যায়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়। শুক্রবার ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হবে।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত