সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে হিল সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৪ টায় সংগঠনের সদস্য ও বিত্তবানদের অর্থায়নে স্থানীয় গরীব, অসহায়, ছিন্নমূল মানুষের মধ্যে পৌরসভার কেশবপুর এলাকায় ৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী পপুলার ইলেকট্রনিক্স এর পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন বেলাল, জুলফিকার আহমেদ মনি, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক নিয়াজ উদ্দিন, এনটিভি ইউরোপ প্রতিনিধি আব্দুল হাই।
উপস্থিত ছিলেন, সাংবাদিক জহিরুল ইসলাম লাল, হুমায়ুন কবীরসহ হিল সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ।- প্রেস বিজ্ঞপ্তি