বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে।
এনামুল হককে সভাপতি ও রিয়াজ উদ্দিন রাজুকে সেক্রেটারি করে ২০২৫-২০২৬ কার্যকালের পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়।
শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন জামায়াতের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন।
এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্ম পরিষদ সদস্য আবুল হোসাইন মোঃ ওয়ালী উল্লাহ।
বক্তব্য রাখেন- উপজেলা শিবিরের সভাপতি রাকাব আহমদ শিশির, জাকির হোসাইন।
বৈঠকের প্রধান অতিথি মাওলানা আফজল হোসাইন ২০ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি ঘোষণা করেন।
নব-গঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন – সহ সভাপতি জুবাইর হোসেইন, মাওলানা সেরুজ্জামান, এসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল করিম রিপন, বায়তুলমাল সম্পাদক মাওলানা শাহজাহান আলী, সহকারী বায়তুলমাল সম্পাদক হাফিজ আব্দুল আলীম, মুসলেহ উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক শাহ আলম, সহ সমাজকল্যাণ সম্পাদক আবুল হোসেন, প্রচার সম্পাদক মাওলানা তাজুদ আলী, সহ প্রচার সম্পাদক মাওলানা গোলাম ওসমানী, শ্রমিককল্যাণ সম্পাদক আব্দুল হান্নান, সহ শ্রমিককল্যাণ সম্পাদক শিহাব রেজা, রুকন উদ্দিন, উলামা বিভাগীয় সম্পাদক মাওলানা আলী আক্কাস সংগ্রামী, সহকারী উলামা সম্পাদক হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা সানোয়ার আলী, অফিস সম্পাদক ফারুক আহমদ, সহকারী অফিস সম্পাদক আব্দুল হেকিম।
উপস্থিত ছিলেন- ছাত্রশিবিরের সাথী হাফিজ সুজন আহমদ, রেদওয়ান তাহমিদ রিমন, হাজী আনোয়ার হোসাইন, ক্বারী ইকরাম হোসাইন প্রমুখ।- প্রেস বিজ্ঞপ্তি