নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি, সুনামগঞ্জের জগন্নাথপুর শাখার চিলাউড়া বাজারে এজেন্ট কেন্দ্রের চুড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়। এই কেন্দ্রের স্বত্বাধিকারী রেজাউল করিম রিপন।
রেজাউল করিম রিপন জানান, চিলাউড়া বাজারে জান্নাত এন্টারপ্রাইজের নামে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটের কার্যক্রম চালু হচ্ছে। আগামী মাসে এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
তিনি আর জানান, হাওর অধ্যুষিত চিলাউড়া এলাকায় সুদমুক্ত ইসলামী ব্যাংকিং সেবা চালু হলে ইউনিয়নবাসী উপকৃত হবে।