জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মাদকদ্রব্য অভিযানে মাদক সেবনের দায়ে পাঁচজনকে বিনাশ্রম কারাদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৫ নভেম্বর ) উপজেলা কলকলিয়া ও জগন্নাথপুর পৌর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আধ।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- জগন্নাথপুর পৌর এলাকার আব্দুল বশর মিয়ার পুত্র মতিন মিয়া ( ৩০ ), আব্দুল কাদির মিয়ার পুত্র আব্দুল হামিদ (২৪), ছাতক উপজেলা সিদরপুর গ্রামের ফয়জুর মিয়ার পুত্র শানুর মিয়া (৫৫), জগন্নাথপুর পৌর এলাকার আব্দুল আলীর পুত্র বাদল মিয়া (৫০) ও মোজাম্মেল মিয়ার পুত্র সুনাই মিয়া (৪৫)।
তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে সুনামগঞ্জ জেলে প্রেরণ করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ইন্সপেক্টর সেন্টু দেবনাথ এর নেতৃত্বে উপজেলা কলকলিয়া ইউনিয়ন ও জগন্নাথপুর পৌর এলাকায় সঙ্গীয় ফোর্স মাদক সেবন করা অবস্থায় আটক করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মোবাইল কোর্টের মাধ্যমে সবাইকে জেল হাজতে প্রেরণ করা হয়।
সুনামগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ইন্সপেক্টর সেন্টু দেবনাথ বলেন, সোমবার জগন্নাথপুরে দিনব্যাপী অভিযান চালিয়ে মাদক সেবনকারী ৫ জনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
জগন্নাথপুরের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আধ বলেন, মাদক সেবনের অপরাধে অভিযুক্ত ৫ জনকে সাজা প্রদান করে সুনামগঞ্জ জেলে পাঠানো হয়েছে। এছাড়া মাদক সেবনের অপরাধে তাদেরকে জরিমানাও করা হয়েছে।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত