নিজস্ব প্রতিবেদকঃ
চলতি বছরের জুলাই- আগস্টে ছাত্র- জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বরকত উল্লাহ'র সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আধ, , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শারমিন আরা আশা, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: মোখলেছুর রহমান আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হোরায়রা ছাদ, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি মোঃ সানোয়ার হাসান সুনু, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন আহমদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, জামায়াত নেতা আ হ ম ওয়ালী উল্লাহ, পৌর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুবদল নেতা শামিনুর রহমান, সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, বিএনপি নেতা আফরোজ আলী।
ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন- মামুনুর রশীদ মামুন, শামছুল ইসলাম জাবির, কাওছার আহমদ, জাহিদ হাসান, আরিফুল ইসলাম প্রমুখ।
স্মরনসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার নুরুজ আলী। পরে ছাত্র- জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত