নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় বিশিষ্ট ব্যবসায়ী নলুয়া হাউজিং এস্টেট লি: এর চেয়ারম্যান জামায়াত নেতা সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, শিক্ষক আলী আহমেদ, রেজাউল করিম রিপন, আবুল কাশেম ও আজাদ মিয়ার বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতা মামলা থেকে বেখসুর খালাস দিয়েছেন আদালত।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জজ আদালতের বিচারক তাদেরকে খালাস দেন।
সুনামগঞ্জ জেলা জজকোর্টের এপিপি অ্যাডভোকেট আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২০ জুলাই জগন্নাথপুর থানার এস আই আফসর উদ্দিন বাদী হয়ে জামায়াত- বিএনপির ৩৬ জনের নাম উল্লেখ করে ৯৮/২৪ নং মামলা দায়ের করেন।
খালাসপ্রাপ্ত জামাল উদ্দিন বেলাল বলেন, ফ্যাসিবাদী রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের গোপন নির্দেশে পুলিশ মিথ্যা বিস্ফোরক ও নাশকতা মামলা দায়ের করে আমাদের অন্যায়ভাবে গ্রেফতার করে। ১৬ দিন কারাগারে কঠিন সময় কাটাই। এমনকি আমাদের সাথে পরিবারের সদস্যদের দেখা- সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। ১৬ দিন মহামান্য রাষ্ট্রপতির নির্বাহী আদেশে মুক্তি পাই। বুধবার সুনামগঞ্জ জেলা জজ আদালত মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।
প্রসঙ্গত, পুলিশের দায়ের করা উক্ত বিস্ফোরক ও নাশকতা মামলায় জামায়াতের ৪০ জন আসামিকে নির্দোষ প্রমাণিত করে মামলাটি খারিজ করে দেন আদালত।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত