হেলেন কেলার ইন্টারন্যাশনাল এর সহায়তায় এফআইভিডিবি কর্তৃক বাস্তবায়িত ট্রান্সফরমিং লাইভস থ্রু নিউট্রিশন প্রকল্পের মাধ্যমে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে তীব্র অপুষ্ট ও মাঝারি অপুষ্ট (স্যাম,ম্যাম) শিশুর পরিবারে শাক সবজি বীজ বিতরণ করা হয় ।
প্রথমে হাতে কলমে সবজি চাষের উপর প্রশিক্ষন শেষে তাদেরকে লালশাক, কলমিশাক, ডাটাশাক, মুলাশাক, পালংশাক ও মিষ্টিলাউসহ মোট ছয় ধরনের বীজ প্রদান করা হয়।
বীজ বিতরনে উপস্থিত ছিলেন- ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।
এছাড়া উপস্থিত ছিলেন- প্রকল্পের নিউট্রিশন অফিসার- বিধান জন কস্তা, প্রজেক্ট অফিসার মো: তুহিন আলম, মনিটরিং অফিসার- মোজাফ্ফর তানবীর, ফিল্ড ফ্যাসিলিটেটর-আল আমিন আহমেদ জুনেদ, কমিউনিটি নিউট্রিশন ভলান্টিয়ার-শ্রাবন্তী দাস।
উপস্থিতিরা মনে করেন, শাক সবজি চাষে এলাকার জনগণের পুষ্টি চাহিদা পুরনে সহায়ক ভুমিকা পালন করবে ।- প্রেস বিজ্ঞপ্তি