নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্যাহ'র সঙ্গে জগন্নাথপুরের সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।
গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ জগন্নাথপুরের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বিশেষ করে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কাবিটা কমিটি নীতিমালা অনুযায়ী যথাযথভাবে গঠনে ইউএনও'র ভূমিকা প্রত্যাশা করেন।
এসময় জগন্নাথপুরের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মো: সানোয়ার হাসান সুনু, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আব্দুল হাই, সাংবাদিক আলী আহমেদ, আমিনুল হক সিপন, গোবিন্দ দে, আমিনুর রহমান জিলু, হিফজুর রহমান জিয়া, জুয়েল আহমেদ, ইকবাল হোসেন, সুমিত রায় প্রমুখ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্যাহ সাংবাদিকের সহযোগিতা কামনা করেন ও প্রেসক্লাব নেতৃবৃন্দের নিয়ে সবধরণের কাজের আশ্বাস দেন।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত