নিজস্ব প্রতিবেদকঃ
দেশব্যাপী সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে সকল সম্প্রদায়ের মধ্যে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে জগন্নাথপুরে পুলিশ প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে জগন্নাথপুর থানা ভবনের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এএসপি রনজয় চন্দ্র মল্লিকের সভাপতিত্বে ওসি (তদন্ত) জয়নাল হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন- জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ।
বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হুরায়রা সাদ, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক ও জগন্নাথপুর সরকারী গার্লস হাইস্কুলের অভিভাবক কমিটির সভাপতি মোঃ সানোয়ার হাসান সুনু,উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন আহমদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজল হোসেইন, কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিক মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, জগন্নাথপুর পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালী উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ধনেশ চন্দ্র রায়, জগন্নাথপুর পৌরসভার প্রকৌশলী সতীশ গোস্বামী, সাবেক পৌর কাউন্সিলর কামাল হোসেন প্রমুখ।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত