নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
এসময় মহাদেব ষ্টোরের মালিক নিরেশ দাসকে এক হাজার টাকা ও সবজি ব্যবসায়ী কুহিনুর মিয়াকে এক হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আধ।
রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আধ বলেন, অসাধু ব্যবসায়ীদের ঠেকাতে এখন নিয়মিত জগন্নাথপুর বাজার বাজার মনিটরিং করা হবে।