নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. রুহুল আমিন ।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে তিনি নতুন কর্মস্থল জগন্নাথপুর থানায় যোগদান করেছেন। এর পূর্বে তিনি নোয়াখালী সেনবাগ থানা, কুমিল্লা থানা ও সুনামগঞ্জের ছাতক থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দকে অন্যত্র বদলি করা হয়েছে।
জগন্নাথপুর থানায় নতুন ওসি হিসেবে যোগদানকৃত মো. রুহুল আমিন বলেন, মানুষের সেবার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেছি। জগন্নাথপুর থানার মাদক, সার্বিক আইনশৃংখলা রক্ষায় কাজ করবো। এছাড়াও দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের সহযোগিতাও প্রয়োজন।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত