নিজস্ব প্রতিবেদকঃ
সরকার ও সংস্কারপন্থী বৈষম্য বিরোধী ছাত্র সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী রাষ্ট্রদ্রোহী ডিজিটাল সন্ত্রাসীদের বিচারের দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৩ টায় বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আয়োজনে জগন্নাথপুর পৌরপয়েন্ট মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরে সাংবাদিক আমিনুল হক সিপনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, সাংবাদিক হিফজুর রহমান জিয়া, সমাজসেবক মঈন উদ্দিন আহমেদ, সামসুল হক, শফিকুল ইসলাম খেজর, ছাত্রনেতা মামুনুর রশীদ, ইমন আহমেদ, সিলেট ল কলেজ ছাত্রনেতা মারজান চৌধুরী, ছাত্রনেতা ইকবাল হোসেন, শাকিল আহমেদ, দুলাল মিয়া, সাব্বির আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কালিমালিপ্ত করতে আওয়ামী নামধারী একটি গোষ্ঠী তৎপর। এর ধারাবাহিকতায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র সমাজের বিরুদ্ধে নানা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আওয়ামী এই দোসর চক্রের অন্যতম সিলেট সিটি কর্পোরেশনে অবৈধভাবে নির্বাচিত ও জুলাই বিপ্লব আন্দোলনে অপসারিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এছাড়া তাদের দোসর রুমন মিয়া, বাবুল তালুকদার, মোঃ হাসনাত আল আমিন, লোকমান হেকিম, আবু জেহাদ, তানিম আহমেদ, সৌরভ চৌধুরী, রুহুল আমিন তোফায়েল, কবির চৌধুরী তন্নয়। রাষ্ট্রদ্রোহীতার অপরাধে অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে ফাঁসিতে ঝুলাতে হবে। দেশ ও জাতীর স্বার্থে সব ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমন করতে হবে।
বক্তারা আরো বলেন, বুকের তাজা রক্ত দিয়ে যে-সব শহীদ দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, নতুন বিজয় দিবস আমাদের উপহার দিয়েছে তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। জুলাই বিপ্লবে ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের সব শ্রেণি-পেশার মানুষ এক হয়েছিল। তাই নতুন বাংলাদেশে ষড়যন্ত্রকারীদেরন প্রতিহত করে সবাইকে কীভাবে ধারণ করা যায় সেটাই এখন আসল বিষয়। একটি বৈষম্যমুক্ত, সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ হতে হবে।