নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া পুঞ্জিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, ফায়ার সার্ভিস ঠিকমতো দায়িত্ব পালন করলে বড় ক্ষতি থেকে রক্ষা পেতো কয়েকটি দরিদ্র পরিবার ।
শুক্রবার বিকেল ৪ টায় স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর ও চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন এর যৌথ উদ্যোগে জগন্নাথপুর পৌরপয়েন্ট মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা এমন অভিযোগ করেন।
মানববন্ধন পরবর্তী সভায় বক্তারা বলেন, দুই ঘন্টাব্যাপী অগ্নিকান্ডে কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ায় এর সম্পূর্ণ দায় জগন্নাথপুর ফায়ার সার্ভিসের। মাত্র কয়েক কিলোমিটার দূর থেকে ফায়ার সার্ভিস না যাওয়া চরম দায়িত্বহীনতার পরিচয়। উপযুক্ত তদন্ত সাপেক্ষে এর দায়িত্বরতদের শাস্তির দাবি জানান তারা।
স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন- ইকড়ছই আলিয়া মাদ্রাসার শিক্ষক ও জগন্নাথপুর উপজেলা সদর জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসাইন জামি, সমাজসেবক সৈয়দ মোছাব্বির আহমদ, চিলাউরা গ্রামের তরুণ সমাজ সেবক মামুনুর রশীদ মামুন, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সাবেক সভাপতি মাসুম মিয়া, ছাত্রনেতা শামছুল ইসলাম, ছাত্রনেতা আকমল হোসেন, রুহুল আমিন, ইমন হোসেন, মনোয়ার হোসেন, রাসেল মিয়া, তুহিন রহমান, মারজান আহমদ, তুহিন মিয়া, তরুণ সমাজসেবক শুয়াইবুর রহমান সুহেব, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের কার্যনিবাহি পরিষদের সভাপতি হুমায়ুন কবির, সহ-সভাপতি সোলেমান আহমদ, আমিনুর রহমান হিমেল, সাংগঠনিক সম্পাদক জিকরুল আলম, সহ-সাংগঠিক সম্পাদক মোস্তাক হোসেন নাসিফ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য কামরুল হাসান সাজু, সাইফুল আলম তানিম, তারেক মাহমুদ জয়, ইমরান হোসেন, সাদিকুল হাসান, শামসুন নূর রহমান, আশিকুর রহমান, সাহেদ চৌধুরী। এছাড়া মানবন্ধনে অংশ নেন চিলাউরা- হলদিপুর ইউনিয়নবাসি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চিলাউড়া (পুঞ্জিপাড়া) নামক স্থানে ময়না মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। দুই ঘন্টাব্যাপী অগ্নিকান্ডে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। হতদরিদ্র পরিবারদের ৭ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আগুনে পুড়ে গুরুতর আহত হন সাইজুল মিয়া (২০) নামের এক তরুণ। এ ঘটনায় ৪ টি গরু, নগদ টাকা, খামারের হাঁস, দেড়শত মন ধান পুড়ে ভস্মীভূত হয়। লোকজন একাধিকবার জগন্নাথপুর ফায়ার সার্ভিসে যোগাযোগ করলে তাদের দেখা মিলেনি। পরে স্থানীয়রা দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হন।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত