নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপি নেতা দাবি করে অন্যের জমি দখলের পায়তারার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে ভুক্তবোগী মোঃ আকরাম হোসাইন গত বুধবার (১১ ডিসেম্বর) জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, জগন্নাথপুর পৌরসভাধীন হবিবপুর (শাহপুর) গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ আকরাম হোসাইন উপজেলার কুবাজপুর মৌজাস্থ ইসলামপুর গ্রামে বসবাস করছেন। ওই মৌজাস্থ বিরোধপূর্ণ ভূমির জে এল নং- ১৯৮, খতিয়ান নং- ১৮০৬, ১৮০৭, ১৮০৮, ও ৪৫৬৫ নং দাগ। গত ৫ ডিসেম্বর সকাল অনুমান ১১ টার দিকে নির্মাণ শ্রমিকদের দিয়ে বাড়ির সীমানায় দেয়ালের কাজ শুরু হয়। কাজ চলাকালে রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মৃত হাজী ইছাকুর রহমানের ছেলে ফখরুল ইসলাম, মোঃ নুর ইসলাম ও মৃত তাজ উল্লাহর ছেলে জামরুল মিয়া বাধা প্রদান করেন। তারা নিজেদেরকে বিএনপি নেতা দাবি করে ভয়ভীতি দেখায় ও উক্ত ভূমি জোরপূর্বক দখলের পায়তারা করে। এ সময় স্থানীয় লোকজন পরিস্থিতি শান্ত করলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে প্রতিপক্ষ ওই স্থানে দেয়াল নির্মাণের কাজ বন্ধ রেখেছে। এমনকি দেয়াল নির্মাণ করলে প্রাণনাশের হুমকিও দেয়। অভিযোগকারী মোঃ আকরাম হোসাইন প্রশাসনের উদ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত ফখরুল ইসলাম বলেন, এস এ রেকর্ড সূত্রে আমরা বিরোধপূর্ণ স্থানে ৭ শতক ভূমির মালিক। এছাড়া আকরাম হোসাইনের চাচার নিকট থেকে আমার বড় ভাই ১০ শতক ভূমি ক্রয় করেন। কিন্তু আমাদের ভূমি ভেতরে রেখে দেয়াল নির্মাণ করায় আপত্তি জানাই।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত