নিজস্ব প্রতিবেদকঃ
বিপুল উৎসাহ- উদ্দীপনায় জমকালো আয়োজনে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর এলাকার কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী মোঃ দুলদুল বারী ও ক্লাবের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী শের এম ছাত্তারের সার্বিক তত্ত্বাবধানে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের ফুটবল একাডেমির উদ্বোধন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা ৩ টায় জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের ফুটবল একাডেমির উদ্বোধন করেন হবিবপুর এলাকার কৃতি সন্তান জাতীয় দলের সাবেক ফুটবলার আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা মোঃ আবিবুল বারী আয়হান।
সাবেক কৃতি ফুটবলার শামীনুর রহমান ও আব্দুল কাইয়ুম বাবরের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ক্রীড়া অফিসার ও এডহক কমিটির সদস্য সচিব মোঃ নুর মিয়া,সিলেট ফুটবল দলের মহসিন আলী, মোঃ নানু মিয়া,কামরুল মিয়া,রাজা মিয়া,জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর কামাল হোসেন,যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল গফুর, সমাজসেবক আবুল হোসেন,দোলা মিয়া,আমরু মিয়া,সাবেক পৌর কমিশনার সাচ্চা মিয়া,স্পেন প্রবাসী এমএ আজীম সহ আরোও অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব বনাম সিলেট জেলা দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উচ্ছ্বাস আনন্দে বিপুল সংখ্যক দর্শকদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব বনাম সিলেট জেলা দলের মধ্যে জমজমাট খেলাটি দর্শক নন্দিত হয়।
খেলায় নির্ধারিত সময়ে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবকে এক শুন্য গোলে হারিয়ে সিলেট জেলা দল বিজয়ী হয়।
খেলায় ধারা ভাষ্যকার ছিলেন সিলেট বিভাগের জনপ্রিয় ধারাভাষ্যকার আলী হোসেন রানা।
আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের ফুটবল একাডেমির টিম ম্যানেজার সাজন মিয়ার নেতৃত্বে স্বেচ্ছাসেবকের দায়িত্বে ছিলেন সুজন মিয়া,ফয়ছল মিয়া,দিলাল মিয়া,সেলিম মিয়া,মন্জু হোসেন,স্বপন মাহবুব,পারভেজ আহমদ,আতাউর রহমান,শাহিন মিয়া,আতিকুর রহমান মিঠু, জাহিদ হাসান,রাসেল মিয়া সহ আরোও অনেকে।
পরে বিজয়ী দল এবং রানার্সআপ দলের মধ্যে সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ।
আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের ফুটবল একাডেমির উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ সফল ভাবে সম্পন্ন হওয়ায় একাডেমির টিম ম্যানেজার সাজন মিয়া সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোঃ দুলদুল বারী ও উপদেষ্টা শের এম ছাত্তার।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত