নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে নানা কর্মসুচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।
পরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এরপর যথাক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, জগন্নাথপুর থানা, পৌরসভা, বিএনপি, জগন্নাথপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়।
সকাল সাড়ে ১০ টায় জগন্নাথপুর উপজেলা নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়।
দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, শহীদদের বিদেহী মাগফিরাত কামনা করে মসজিদ মন্দিরে দোয়া ও প্রার্থনা, বিজয় মেলা, শিশু-কিশোরদের অংশ গ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা, হাসপাতালে রোগীদের উন্নতমানের খাবার বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বাংলাদেশ জামায়াতে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার পক্ষ থেকে বিজয় র্যালি পরবর্তী জগন্নাথপুর পৌরপয়েন্ট আলোচনাসভা ও সন্ধ্যা ৭ টায় জগন্নাথপুর প্রেসক্লাবের পক্ষ থেকে আলোচনাসভা এবং বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসুচি পালন করা হয়।