নিজস্ব প্রতিবেদকঃ
মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে র্যালি ও সমাবেশ করেছে উপজেলা জামায়াত ইসলামী।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা সদরের স্লুইসগেট এলাকা থেকে এক বিশাল র্যালি রেব হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জজ আদালতের এপিপি অ্যাডভোকেট ইয়াসিন খান।
বক্তব্য রাখেন- পৌর জামায়াতের সভাপতি আবুল হুসাইন মোহাম্মদ ওয়ালীউল্লাহ, উপজেলা ছাত্র শিবিরের পূর্ব শাখার সভাপতি আবু তাহের, উত্তর শাখার সভাপতি জাকির হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দিন, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আবু তাইদ, দেলোয়ার হোসেন, মাও হোসাইন আহমদ, লুতফুর রহমান, আব্দুল কাইয়ুম, জামায়াত নেতা বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল,পৌরসভার সহ সভাপতি আতিকুর রহমান মামুন, সেক্রেটারি আলী আহমদ, কলকলিয়া ইউনিয়ন সভাপতি লুতফুর রহমান, সেক্রেটারি ছামিরুজ্জামান, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন সভাপতি এনামুল হক, সেক্রেটারি রিয়াজ উদ্দিন রাজু, সহ সেক্রেটারি রেজাউল করিম রিপন, রানীগঞ্জ ইউনিয়ন সভাপতি আব্দুল মুক্তাদির খালেদ, সেক্রেটারি আরজু মিয়া পাইলগাঁও ইউনিয়ন সভাপতি বেলায়েত হুসেন গুলজার, সেক্রেটারি আহমদ হোসাইন আকমল, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন সভাপতি সৈয়দ আব্দুল আলী, সেক্রেটারি মুস্তাকিন আহমদ, সহ সেক্রেটারি সৈয়দ ফখরুল ইসলাম, পাটলী ইউনিয়ন সভাপতি তৈয়বুর রহমান, সেক্রেটারি আব্দুল আলীম, সহ সেক্রেটারি কয়েস মামুন, মীরপুর ইউনিয়ন সভাপতি জান্নাতুল ফেরদৌস, আশারকান্দি সভাপতি নেকবর মিয়া, জামায়াত নেতা মাও নেছার উদ্দীন, আব্দুল কাদির লাক্সন, ছাদিকুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত