নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি জায়গায় অবৈধভাবে নির্মিত ঘর প্রশাসনের অভিযানে উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার রানীগঞ্জ বাজারে ফেরী ঘাটে কুশিয়ারা নদীর পাড়ে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের কয়েছ মিয়া গং রানীগঞ্জ বাজারে কুশিয়ারা নদীর তীরবর্তী সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করে দোকান ঘর নির্মাণ করেন। নির্মাণ কাজ বন্ধ করতে গত রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আধ এর নেতৃত্বে ভূমি কর্মকর্তারা সরকারি জায়গায় নির্মাণ কাজ বন্ধ করতে নির্দেশ দেন। কিন্তু নির্দেশ অমান্য করে দখলদাররা স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যায়।
স্থানীয়রা জানান, রানীগঞ্জ বাজার ফেরীঘাটে কুশিয়ারা নদী থেকে ভেসে ওঠা চরে গত শুক্রবার সকালে স্থানীয় প্রভাবশালী কিছু লোক অবৈধ ভাবে দখল করে দোকান নির্মাণে কাজ শুরু করে। পরে স্থানীয় বাজার ব্যবসায়ী তাদের কাজ বন্ধ করতে বললে তাদের উপর ক্ষিপ্ত তারা। । এছাড়া স্থানীয় প্রশাসন বারণ করার পরও তারা কাজ চালিয়ে যায়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুরের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আধ বলেন, কুশিয়ারা নদীর পাড়ে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছিল। আজ আমরা স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছি।