নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিয়ের ৩ বছরের মাথায় আনজুমা বেগম (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামে স্বামীর বাড়ি থেকে আনজুমার লাশ উদ্ধার করা হয়।
আনজুমা উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের সুন্দর আলীর মেয়ে এবং একই গ্রামের মিলাদ হোসেনের স্ত্রী।
পুলিশ ও মৃত গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে,
পারিবারিকভাবে গত ৩ বছর আগে আপন চাচাতো ভাই মিলাদ হোসেনের সঙ্গে আনজুমার বিয়ে হয়। বিয়ের পর পারিবারিক বিষয়াদি নিয়ে মাঝে মাঝে তাদের মধ্যে মলোমালিন্য হতো। শনিবার দুপুরে নিজ বসতঘরে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় আনজুমাকে ঝুলতে দেখেন স্বজনরা।
সংবাদ পেয়ে জগন্নাথপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে আনজুমার ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জেসদর হাসপাতালের মর্গে পাঠায়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহিল আমীন বলেন, মৃত মহিলার লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত