জনগণের প্রত্যাশাকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি মত প্রকাশে সরব হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন পত্রিকাটি সম্পাদক মাহমুদুর রহমান
জগন্নাথপুর ভিউ ডেস্কঃ
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় বন্ধ করে দেওয়ার প্রায় এক দশক পর আবার প্রকাশ করা হচ্ছে জাতীয় দৈনিক পত্রিকা ‘আমার দেশ’।
শনিবার রাত সাড়ে ৯টায় পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বলেন, “আলহামদুলিল্লাহ। পত্রিকার প্রথম এডিশন ছাপা শুরু হয়েছে রাত সাড়ে ১০টায়, প্রকাশ হয়েছে আমার দেশ।
“সাপ্লিমেন্টসহ ৪৮ পৃষ্টার এই কাগজ ভোরে পাঠকের কাছে পৌঁছাবে, সেই লক্ষ্য নিয়ে আমাদের টিম এখন ছাপাখানায় কাজ করছে।”
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালে বাজারে আসে ‘আমার দেশ’। পরে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে পত্রিকাটি, ২০১৩ সালের ১১ এপ্রিল বন্ধ করে দেওয়া হয় ‘আমার দেশ’র প্রকাশনা। এর আগে ২০১০ সালের জুনেও ১০ দিনের জন্য পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছিল।
ক্ষমতার পালাবদলের প্রায় দেড় মাস পর সাড়ে ৫ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান দেশে ফেরেন।
তার নেতৃত্বে কারওয়ান বাজারের নতুন কার্যালয় থেকে এখন আবার ‘আমার দেশ’ পত্রিকা বেরুচ্ছে।
মাহমুদুর রহমান শুক্রবার সংবাদমাধ্যমকে বলেন, “শূন্য থেকে শুরু করে দুইমাসের মধ্যে জাতীয় পত্রিকা বের করা প্রায় অসম্ভব ছিল। তবুও প্রথমদিন থেকেই পাঠকের চাহিদামত আমার দেশ পত্রিকা বাজারে আসবে।
“পুনঃপ্রকাশের এই নতুন যাত্রায় পত্রিকাটি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে। পত্রিকাটি সঠিক খবর তুলে ধরার চেষ্টা করবে। মত প্রকাশের জন্য আওয়াজ তুলবে ‘আমার দেশ’।”
২০১৩ সালে এপ্রিল পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানকে তার কার্যালয় থেকে গ্রেপ্তার করে পুলিশ এবং এরপর থেকে পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়।
ঘটনাচক্রে দুইবারই গ্রেপ্তার হন মাহমুদুর রহমান। সাড়ে তিন বছর জেলে থাকার পর ২০১৬ সালের নভেম্বরে মাহমুদুর রহমান জামিনে মুক্তি পান। পরে তিনি লন্ডনে চলে যান। গত ২৭ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত