নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ্র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহীম ভুঞা, অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন, জগন্নাথপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দিন আহমদ, প্রেসক্লাব সাধারন সম্পাদক ও জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় অভিভাবক কমিটির সভাপতি মোঃ সানোয়ার হাসান সুনু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুম বিল্লাহ, মাধ্যমিক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, মাধ্যমিক সুপার ভাইজার অরুপ সরকার, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ মোঃ ছদরুল ইসলাম, ছিলাউরা হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, পাটলী ইউপি চেয়ারম্যান আঙুর মিয়া প্রমুখ।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্হিতি নিয়ে আলোচনা করা হয় এবং জগন্নাথপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্হিতির উন্নয়ন ও অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ভাবে কাজ করার আহবান জানানো হয়। সম্প্রতি উপজেলার চিলাউরা গ্রামে প্রায় ৩ ঘন্টাব্যাপী ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি বসতঘর পুড়ে প্রায় ৫০ লক্ষ টাকার বিপুল ক্ষতি সাধিত হয়। ফায়ার সার্ভিস কে একাধিক বার ফোন দিলেও তারা ঘটনা স্থলে যাননি।
অন্যদিকে, উপজেলার বাগময়না গ্রামে একটি ভূমিখেকো চক্র তিনটি এতিম ও বিধবা পরিবারের রাস্তা জোরপূর্বক দেওয়াল নির্মাণ করে বন্ধ করে দেওয়ায় এই অসহায় পরিবারের সদস্যদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেছে। এসব ব্যাপারে সভায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত