1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীন এর মতবিনিময় সভা শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় খেলাফত মজলিস – জগন্নাথপুরে মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের জগন্নাথপুরে বিট্রিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে জগন্নাথপুরে ব্রাকের ব্যতিক্রমধর্মী উদ্যোগ জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময় সুনামগঞ্জ -৩ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুশতাক আহমদের মতবিনিময় মাও. মুশতাক গাজীনগরীর মৃত্যুর রহস্য উন্মোচনের দাবি জানিয়ে জগন্নাথপুরে সংবাদ সম্মেলন করলেন সৈয়দ তালহা আলম জগন্নাথপুরে মাদ্রাসা অধ্যক্ষের অপসারণ চেয়ে এলাকাবাসীর স্মারকলিপি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নতুন দিগন্তের উন্মোচন

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের উন্নয়ন ও তৃণমূল মানুষের ক্ষমতায়নে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

আর্থসামাজিক নিরাপত্তা রক্ষায় এবং উদ্যোক্তা ও দক্ষ জনশক্তি হবার প্রত্যয়ে স্বেচ্ছাসেবী গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যরা এগিয়ে নিয়ে যেতে পারে দেশকে, সে লক্ষ্যে নতুন করে সাজানো হয়েছে গ্রাম ভিত্তিক মৌলিক ভিডিপি প্রশিক্ষণ।

গত বৃহস্পতিবার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি সিলেট রেঞ্জের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।

এ সময় বাহিনীর মহাপরিচালক নতুন কর্মপরিকল্পনা এবং উন্নত প্রশিক্ষণ পদ্ধতি নিয়ে সদস্যদের সাথে মতবিনিময় করেন।

মহাপরিচালকের মতে, আনসার ভিডিপি’র প্রশিক্ষণ একজন সদস্যকে শুধু দক্ষ কর্মীই নয়, বরং একজন সুশিক্ষিত, সমাজ সচেতন এবং আত্মনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে তুলবে। এ প্রশিক্ষণ দেশ সেবার মৌলিক চেতনায় তরুণদের উৎসাহিত করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাহিনীর মহাপরিচালক গ্রাম প্রশিক্ষণকে নিয়ে এসেছেন নতুন সিলেবাস ও যুগোপযোগী নীতিমালার আওতায়, যেখানে সামাজিক নিরাপত্তার পাশাপাশি তরুণ সমাজকে ভবিষ্যৎ কর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির জন্য প্রস্তুত করা হবে সর্ববৃহৎ এই বাহিনীর প্ল্যাটফর্মে। বাহিনীর নতুন ডিজিটাল অবকাঠামোর সংযোজন এবং স্বল্প সময়ে দেশ সেবার একটি মৌলিক চেতনায় নবাগত তরুণদের করা হবে উজ্জীবিত।

নতুন ধারার প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং দেশের সার্বিক উন্নয়নে আনসার ভিডিপি অনন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য আনসার ভিডিপির সর্বস্তরের সদস্যদের সর্বাত্মক প্রচেষ্টায় আত্মনিয়োগ করার জন্য মহাপরিচালক অনুপ্রেরণা ও নির্দেশনা প্রদান করেন।

সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো: জিয়াউল হাসান, ২৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক এনামুল খান ও সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্টগন পরিদর্শনকালীন মহাপরিচালকের সাথে উপস্থিত ছিলেন।

সারাদেশের ৯টি জেলার ৩৬টি উপজেলায় চলমান রয়েছে এ প্রশিক্ষণ, যেখানে অংশ নিচ্ছেন ২০০০ এর অধিক সংখ্যক প্রশিক্ষণার্থী, যারা ভবিষ্যতে তৃণমূলে এ বাহিনীর জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার জন্য তৈরি হচ্ছে। এছাড়া, প্রথমবারের মতো ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল, মুরং ও মনিপুরী সম্প্রদায়কে সম্পৃক্ত করে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে।

এ উদ্যোগে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মনিপুরী সম্প্রদায়ের অন্তর্ভুক্তিতে সামাজিক সম্প্রীতি ও মানব নিরাপত্তার বিভিন্ন ক্ষেত্রে ভিডিপির ভূমিকা সংক্রান্ত বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতায় বর্তমানে উদ্যোমী তরুণদের প্রশিক্ষণে অধিকতর প্রাধান্য দেয়া হচ্ছে এবং দেশের স্বাধীনতা রক্ষায় ও সুশাসন প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক হিসেবে তাদের ভূমিকা সম্পর্কে সম্যক ধারণা দেয়া হচ্ছে। এছাড়াও কমিউনিটি অ্যালার্ট মেকানিজমের মাধ্যমে অপরাধ ও অপকর্ম প্রতিহত করার কৌশল সম্পর্কে ধারণা দেয়া হচ্ছে। সামাজিক নিরাপত্তা কাঠামোতে তরুণ ভিডিপি সদস্যদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার কৌশল সম্পর্কেও ধারণা দেয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে প্রশিক্ষণ সম্পর্কে ফিডব্যাক গ্রহণ করার প্রক্রিয়া চালু করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট