1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :

সিলেট রেঞ্জ পরিদর্শন করেন আনসার বাহিনীর মহাপরিচালক

  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে

চলমান বহুমুখী সংস্কার কার্যক্রমের মাঠ পর্যায়ে প্রতিক্রিয়া ও মতামত গ্রহনের উদ্দেশ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, ২৬,২৭,২৮ ডিসেম্বর ২০২৪ খ্রি: তারিখে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও ইউনিট পরিদর্শন করে এবং ( ২৭ তারিখ) রোজ শুক্রবার সন্ধ্যা ৭ টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বাহিনীর সকল স্তরের প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন।

সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো: জিয়াউল হাসান, ২৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক এনামুল খান, সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্ট, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ও উপজেলা প্রশিক্ষকগন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

এই তিন দিনের সফরে মহাপরিচালক সিলেট বিভাগের সকল স্তরের প্রতিনিধিদের সাথে মত বিনিময়ের মাধ্যমে বাহিনীর চলমান সংস্কার, দেশের মানব নিরাপত্তা, আর্থ সামাজিক উন্নয়ন ও সামাজিক সংকট উত্তরণে আনসার বাহিনীর কার্যকরী ভূমিকা সংক্রান্ত দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় ‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’ স্লোগানটিকে সামনে রেখে দেশের আর্থ সামাজিক পট পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জোরালো উদ্যোগ ও সম্ভাবনায় অনুপ্রাণিত হয়ে স্বীয় ভূমিকা পুনর্জীবিত করার জন্য বাহিনীর মহাপরিচালক নির্দেশ প্রদান করেন।

বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও বৈষম্যহীন কল্যাণকর কার্যক্রমের নিমিত্তে গৃহীত চলমান সংস্কার কার্যক্রম সম্পর্কে তিনি সকলকে সাধারণ ধারণা প্রদান করেন।

সিলেট রেঞ্জের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে মহাপরিচালক বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সকল পর্যায়ের দায়বদ্ধতা ও অধীনস্তদের মৌলিক অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুসরণে আরো বেশি নিবেদিত হওয়ার আহ্বান জানান। তৃণমূল পর্যায়ে ক্লাব সমুহের নীতিমালা প্রনয়ণপূর্বক স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সামাজিক সচেতনতা কার্যক্রম ও পরিবেশ রক্ষায় যথাযথ ভূমিকা পালন এবং ক্লাব সদস্যদের সামগ্রিক উন্নয়নের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করেন। তরুণ সমাজের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ ব্যবস্থাকে আরো বেশি যুগোপযোগী ও অন্যান্য মন্ত্রনালয়ের স্থানীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে যুগোপৎ কার্যক্রম গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজস্ব পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রমকে গতিশীল ও নতুন প্রজন্মের কর্মক্ষেত্রসমূহের সাথে সম্পৃক্ত করার জন্য মহাপরিচালক দিকনির্দেশনা প্রদান করেন। জনগণের ট্যাক্সের টাকায় রাজস্বখাতে রবাদ্দকৃত প্রতিটি পয়সার জবাবদিহিতা ও সমাজের উন্নয়নে দৃশ্যমান ফলাফল নিশ্চিত করতে হবে-এই বাহিনীর প্রতিটি সদস্যকে। বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে মহাপরিচালক বাহিনীর সদস্যদের আবাসনের মৌলিক চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সর্বোচ্চ প্রশিক্ষণ ও প্রশাসনিক লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকার জন্য দিকনির্দেশনা প্রদান করেন। সক্ষমতা-মৌলিক অধিকার-কল্যাণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পাদনে সকলের সহযোগিতা ও অংশগ্রহণমূলক চেতনায় উজ্জীবিত হতে মহাপরিচালক অনুপ্রেরণা প্রদানপূর্বক পরিদর্শন শেষ করেন।- প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট