নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে স্ত্রী হত্যাকারী স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘাতক স্বামী আমজাদ হোসেনকে (৩২)। আমজাদ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া গ্রামের মোখলেছ মিয়ার পুত্র।
গত শনিবার উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন।
প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর উপজেলার পাটলী ইউনিয়নের ইসলামপুর গ্রামে অনলাইন জুয়া খেলায় বারণ করাকে কেন্দ্র করে চেয়ারের আঘাতে দুই সন্তানের জননী নাজিয়া বেগমের মৃত্যু হয়। পরদিন বৃহস্পতিবার ওই গৃহবধূর বড় ভাই ইমরান হোসেন বাদী হয়ে জগন্নাথপুর থানায় স্বামী আমজাদ হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত