নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অপরদিকে, আরেকটি পৃথক অভিযানে জগন্নাথপুর থানায় জিআর- মামলার আসামীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত মাদককারবারীরা- উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত আয়েজ আলীর পুত্র মোঃ খিদির মিয়া (৪৫), রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের মৃত ইউনু উল্লাহর পুত্র মোঃ আবেদ আলী (৪০) ও জিআর মামলার আসামী উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পূর্ব কাতিয়া গ্রামের ইরফান উল্লাহর পুত্র কেফায়েত উল্লাহ (৪০)।
জগন্নাথপুর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ৩ জনের মধ্যে দু’জন মাদক ব্যবসার সাথে জড়িত। মোঃ আবেদ আলীর কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। মোঃ খিদির মিয়ার ঘর তল্লাশী করে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আনুমানিক মূল্য ৬ হাজার টাকা। এছাড়া গ্রেফতারকৃত অপরজনের বিরুদ্ধে জিআর-৩০/২৪ ধারায় মামলা ছিল। একইদিন পুলিশ অভিযান চালিয়ে নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ রোববার অভিযান চালিয়ে নিজ নিজ গ্রাম থেকে মাদককারবারীদের গ্রেফতার করে।গ্রেফতারকৃত মাদককারবারীদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদেরকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত