নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ১ স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১ জন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জগন্নাথপুর উপজেলার কোন্দানালা ও দাড়াখাই সেতুর মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
নিহত কিশোর তাহফিমুল হাসান আবির (১৪) শান্তিগঞ্জ উপজেলার হলদারকান্দি গ্রামের মোঃ আমির হোসেন একমাত্র পুত্র ও জগন্নাথপুর স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। নিহত আবির স্বজনদের সাথে জগন্নাথপুরে পৌরশহরে একটি ভাড়া বাসায় থাকতো। তার পিতা জগন্নাথপুর বাজারের লাইব্রেরি ব্যবসায়ী ও মাতা স্কুল শিক্ষিকা সুলতানা জাহান নীলা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবির ও তার সম্পর্কে চাচা আবু তালেব মোটরসাইকেলযোগে নিজ গ্রাম হলদারকান্দি থেকে জগন্নাথপুরের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে কোন্দানালা ও দাড়াখাই সেতুর মধ্যবর্তী স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেল সংঘর্ষে বাঁধে। এতে আবির ও তালেব আহত হয়। গুরুতর আহত আবিরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আহত আবু তালেবকে প্রাথমিক চিকিৎসা শেষে জগন্নাথপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। মরদেহ জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সের হিমাগারে।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত