নিজস্ব প্রতিবেদকঃ
জুলাই বিপ্লবের দেয়াল গ্রাফিতিতে জয়বাংলা লিখার প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বৃহত্তর শাহারপাড়ার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
শনিবার (১১ জানুয়ারি) বাদ আছর শাহারপাড়া বাজারে মানববন্ধন কর্মসূচি পরবর্তীতে মোঃ মনু মিয়া কামালীর সভাপতিত্বে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বৃহত্তর শাহারপাড়ার অন্যতম সমন্বয়ক মুহিবুর রহমান কামালী এবং শাওন কামালীর যৌথ পরিচালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক মাওলানা আতিকুর রহমান কামালী।
বক্তব্য রাখেন- আলফু মিয়া কামালী, লুৎফুর রহমান কামালী, আঙ্গুর মিয়া কামালী, আব্দুল হক কামালী, বুলবুল কামালী, মাওলানা জুম্মান কামালী, জুনেদ কামালী, মোঃ শাকির খান, সুমন মিয়া, নাসির আহমেদ, জুনেদ আহমদ, জুবায়ের আহমদ, শফিকুর রহমান কামালী, হাসান আহমদ, হাফিজ নাফিজ, সৈয়দ জুনেদ আলী, নাহিদ আহমদ, নাজমুস সাকিব, এহসান আহমদ, মাহদি কামালী, তায়েফ আহমদ।
বক্তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন জুলাই বিপ্লবের পর দেশের অন্যান্য স্থানের ন্যায় স্থানীয় ছাত্র-জনতা শাহারপাড়া বাজারের দেয়ালে গ্রাফিতি আকেঁ। কিন্তু ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের পেত্মারা সম্পত্তি রাতের আধাঁরে গ্রাফিতির ওপরে জয় বাংলা, ভুয়া, জয় শেখ হাসিনা ইত্যাদি লিখে।
এছাড়া ইসলামিক বাণীর ওপর জয় বাংলা লিখতে
দ্বীধাবোধ করেনি। বক্তারা বলেন, অলিকুল শিরোমনি হযরত শাহজালালের অন্যতম সফরসঙ্গী হযরত শাহকামালের পূণ্যভূমি শাহারপাড়ায় তা বরদাশত করা হবে না। বক্তারা অবিলম্বে দুস্কৃতিকারীদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আহবান জানান।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত