নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের মির্জা বাড়ির বাসিন্দা ইমাম মাওলানা মির্জা আবুল কালাম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৭ টায় তিনির নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
মরহুমের নামাজে জানাজা বাদ আছর মির্জা বাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ গ্রহন করেন।
জানাজায় ইমামতি করেন- শায়খে কাতিয়া মাওলানা ইমদাদুল হক। পরে মহান আল্লাহ পাকের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন – মাওলানা ছামির উদ্দিন।
জানাজার পর মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মির্জা মাওলানা আবুল কালাম জীবনের অধিকাংশ সময় জগন্নাথপুর বাজার জামে মসজিদ হিসাবে পরিচিত ইকড়ছই মির্জা বাড়ী জামে মসজিদে ইমাম হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।