নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার আবদুস সোবহান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী এডভোকেট ড. জিয়াউর রহিম শাহিন।
গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) সিলেট শিক্ষাবোর্ড কর্তৃক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে শাহিনকে মনোনয়ন দেয়।
এডভোকেট শাহিন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, সাপ্তাহিক সুরমা এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি।
প্রসঙ্গত, ১৯৯৭ সনে আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় যে ক’ জন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন তাদের মধ্যে অন্যতম এডভোকেট শাহিন । তিনি এ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক। এছাড়াও দীর্ঘদিন ছিলেন পরিচালনা কমিটির সদস্য ।