নিজস্ব প্রতিবেদক ::
আন্তর্জাতিক মানের দেশীপণ্য ওয়ালটন এর ডিলারদের বাৎসরিক মিলন মেলা ও ব্যবসায়ীক পর্যালোচনা অনুষ্ঠানে সুনামগঞ্জ জোনে জগন্নাথপুরের পপুলার ইলেকট্রনিকক্স (ওয়ালটন) চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার ( ১৬ ই জানুয়ারি) গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটন হাইটেক ইন্ড্রাস্টিজ (পিএলসি) এর ফ্যাক্টরি-তে অনাড়ম্বর পরিবেশে মিলনমেলাসহ বিভিন্ন আয়োজন হয়।
অনুষ্ঠানে বিগত বৎসরের সর্বোচ্চ ব্যবসায়ীক টার্গেট ফিলাপ করায় ওয়ালটনের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ জোনে জগন্নাথপুরের "পপুলার ইলেকট্রনিক্স" চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
এ সময় পপুলার ইলেকট্রনিক্সের পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল এর হাতে সম্মাননা ক্রেষ্ট ও চ্যাম্পিয়ন কার্ড তোলে দেন ওয়ালটন হাইটেকের চেয়ারম্যান এস এম সামছুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন- ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ (পিএলসি)'র এমডি মাহবুবুল আলম খালেদ, চিত্রনায়ক আমিন খান,ডাইরেক্টর মনিরুল হক মনা, এসিষ্ট্যান্ট ডাইরেক্টর আসাদুজ্জামান, ওয়ালটনের সিলেট জোনের প্রধান এরিয়া ম্যানেজার পিয়াল কুমার, সুনামগঞ্জ জোনের প্রধান কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ওয়ালটন হেড অফিসের কর্মকর্তা কমর্চারীবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন- দেশের বিভিন্ন অঞ্চল হতে আগত ডিলার ও জোন প্রধানগণসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ১০ হাজার প্রোপ্রাইটার পরিচালকসহ নানা শ্রেণী- পেশার নারী পুরুষ।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত