নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুররে অবস্থিত স্মৃতি বিজড়িত বৈষ্ণব কবি রাধারমণ দত্তের সমাধি মন্দির ও নির্ধারিত রাধারমণ কমপ্লেক্সের স্থান পরিদর্শন করেছেন- সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।
শনিবার (১৮ জানুয়ারি) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর পরিদর্শনকালে এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আধ, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, রাধারমণ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জিলু মিয়া, সহ- সভাপতি আছকির আলী, যুগ্ম-সম্পাদক রমজান আলী, পরিষদ নেতা টুনু মিয়া, চুনু মিয়া, রিপন মিয়া, তৈয়ব আলী, মখলিছ মিয়া প্রমুখ।
সমাধি মন্দির পরিদর্শন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। এ সময় তিনি রাধারমণ স্মৃতি কমপ্লেক্স এর নির্মাণ কাজের অগ্রগতি ও এবারের রাধারমণ উৎসব পালনের আশ্বাস প্রদান করেন। এতে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী হারুন মিয়া, তানিশা ও শিমলা রাণী।