নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে জুয়ার আসর থেকে ৯ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২১ জানুয়ারি)রাতে উপজেলার কুবাজপুর গ্রামে অভিযান পুলিশ চালিয়ে তাদের গ্রেফতার করে।এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, উপজেলার মোজাহিদপুর গ্রামের আহাদ মিয়া (৩৮), মোঃ আমির হোসেন, রমাপতিপুর গ্রামের সাহানুর (৪৫), কিশোরপুর গ্রামের নজমুল মিয়া (৫৫), কুবাজপুর গ্রামের আহাদ মিয়া (৫৪), সাইদ মিয়া (৪০), মিজানুর রহমান (২৬), মোঃ ছয়দুল ইসলাম (৪০), আলী আহমদ (৩০।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে বুধবার সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়।