প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৯:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১:২৮ পি.এম
জগন্নাথপুরে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাদ আছর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের আহত ৪ জন জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
আহতরা হলেন, পাইলগাঁও গ্রামের মাহমুদ আলীর পুত্র হোসেন রশিদ (৩৫), হাড় গ্রামের আব্দুর রশিদ (৩৬), পাইলগাঁও গ্রামের সোনাফর আলীর পুত্র আমীর আলী (৬০), নেছার আলীর পুত্র ইমন মিয়া (১৯)। অন্যান্য আহতরা বাড়িতে চিকিৎসা নেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের কৃষি জমি নিয়ে আমির আলী আব্দুর রশিদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে আব্দুর রশিদের গরু ও হাঁস আমির আলীর সবজি ক্ষেত ক্ষতিগ্রস্থ করলে তিনি প্রতিবাদ করেন। কথা কাটাকাটির এক পর্যায়ে দু'পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যার পর একটি পক্ষ জগন্নাথপুর থানায় মৌখিকভাবে জানায়। তবে এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত