নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণি ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের ডিগ্রি পাস ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১১ কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজনে করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরঞ্জিত কুমার সেন এর
সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন- বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ আবু হুরায়রা সা'দ। প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন- জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন, সুনামগঞ্জ জজ আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন, সমাজসেবক ও রাজনীতিবিদ এম এ মুকিত, সৈয়দ মোছাব্বির আহমেদ, কলেজের দাতা সদস্য ও বিট্রিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি এম এ কাদির, পাটলি ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান আছকির আলী, সমাজসেবক জয়নাল আবেদীন।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন- নবীণ বরণ অনুষ্ঠানের আহবায়ক ও কলেজ প্রভাষক বিজিত রঞ্জন বৈদ্য, কলেজের সাবেক শিক্ষার্থী ফুজায়েল আহমদ সাজু, কলেজের ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী রুহুল আমিন, আমিনুল ইসলাম। মানপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মোছাঃ মাহিশা বেগম,শুরুতেই পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজ শিক্ষার্থী সাখাওয়াত হোসেন, গীতা পাঠ করেন কেয়া দেব।
অতিথিদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষার্থীবৃন্দ ও ক্রেস্ট প্রদান করেন শিক্ষকবৃন্দ।
২য় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত